প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
রোববার সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং আমরা একত্রিতভাবে এই পরীক্ষা নেব। যদিও এটা পরিচালনার মূল দায়িত্বে থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এদিকে আগামী ২০ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, ২০ নভেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।মন্ত্রী আরও জানান, পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।