ডেস্ক রিপোর্ট ,৩ মার্চ ২০২৩: সিটি করপোরেশন এলাকার ভেতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ ধাপে সিটি করপোরেশনের ভেতরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি হওয়া যাবে। এজন্য ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আজ সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: শিক্ষকদের প্রশিক্ষক হচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর!
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকগণের অন্যত্র থেকে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।
বদলিতে আগ্রহী শিক্ষকরা ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ১০ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক এবং ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।