প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি

Image

প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। গত ১৬ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাসিমা ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে ৬৫৫৬৬ পদরে বিপরীতে ৯৫৭২ টি পদ সৃষ্টি করা হলো। তবে সব প্রাথমিক বিদ্যালয় এ পদ পাচ্ছে না। ২৫০ এর বেশি শিক্ষার্থী সম্বলিত বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক পাচ্ছে।

বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৬২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে সাড়ে তিন লাখের মতো শিক্ষক রয়েছেন। তবে স্কুলগুলোতে সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ নেই।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান প্রাথমিক সচিব। এটি বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও উচ্চতর পদে যাওয়ার সুযোগ পাবেন বলে আশাপ্রকাশ তিনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।