প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে সুখবর

পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক,২৫ সেপ্টেম্বর ২০২১

করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তাই বন্ধ থাকা শিক্ষক বদলির কার্যক্রমও শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার কারণে শিক্ষক বদলি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিলো। যেহেতু বর্তমানে করোনা আগের তুলনাই অনেকটাই ভালো অবস্থানে রয়েছে তাই শিক্ষক বদলির কার্যক্রমও শুরু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বদলি সফটওয়্যারের কাজ শেষ করা হলে জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে।

আরো খবরঃ মহামারি বড় আকার নিলে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাস বলেন,প্রাথমিক বিদ্যালয়ে বদলী একটি চলমান প্রক্রিয়া। অনলাইনে বদলী শুরু হলে শতভাগ স্বচ্ছতা বজায় থাকবে। শিক্ষকদের ভোগান্তিও কমবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম জানান, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষক বদলি কাজ চলতে পারে। ডিসেম্বরের মধ্যে সফটওয়্যার তৈরি হলে ডিজিটাল মাধ্যমে এ কাজ করা হবে।

আরো খবরঃ Govt/Primary exclusive job course

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।