প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০ শতাংশ শিক্ষার্থী

Image

ডেস্ক,১০ ডিসেম্বর ২০২২:

প্রায় এক যুগ পর প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলে ভিত্তিতে ২০ শতাংশ শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের  সুযোগ পাচ্ছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি স্কুলের ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে প্রতিষ্ঠান প্রধানরা এই হার বাড়ানোর অনুরোধ জানানোর ফলে নতুন করে ২০% শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ হলো।

আরো পড়ুনঃ পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষনা

* প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে ০৪ বিষয়ে।
বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২৫ এবং বিজ্ঞান-২৫ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
*পরীক্ষার সময়-২ ঘন্টা।
* ২০% শিক্ষার্থীর নাম ডিআরভূক্ত হবে
* MCQ প্রশ্ন থাকবে ১৫টি যার প্রতিটির মান হবে ১ এবং বর্ননামুলক ১টি প্রশ্ন থাকবে যার মান হবে ১০।
   বর্ননামূলক প্রশ্নে ৩টি অংশ(ক,খ,গ)থাকবে।
* বৃত্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করে গ্রীষ্মকালীন ছুটির সাথে সমন্বয় করার সম্ভাবনা আছে।
* জেলা কমিটি কর্তৃক নির্ধারিত স্থানে একই সময়ে সকল শিক্ষক মিলে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে হবে।
* পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০/-
*ইউনিয়ন কোটা অনুযায়ী(বালক ৫০%,বালিকা ৫০%) বৃত্তি প্রদান করা হবে।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।