নিজস্ব প্রতিবেদক,১২ এপ্রিল: সারা দেশে স্ব-স্ব প্রাথমিকে বিদ্যালয়ের প্রথম সাময়িক থেকে প্রশ্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়। গত ৮ এপ্রিল প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ে বিভাগীয় উপপরিচালকদের নিয়ে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে স্ব স্ব বিদ্যালয়ে প্রশ্নপত্র প্রনয়নের নির্দেশ দিয়েছে খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুননেসা।গত ১০ এপ্রিল,১১৩৬ নং স্বারকে তিনি এ নির্দেশ দেন।
খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুননেসা শিক্ষা বার্তাকে বলেন, গত ৮ এপ্রিল সচিব মহোদয়ের সাথে মিটিংএ সিদ্ধান্ত হয় যে প্রথম সাময়িক থেকেই বিদ্যালয়ে প্রশ্ন করা শুরু হবে। কারন প্রতিটি বিদ্যালয় প্রশ্ন করলে প্রত্যেক শিক্ষক প্রশ্ন করার যোগ্যতা অর্জন করবে। এখন হাতে গোনা কয়েকজন শিক্ষক প্রশ্ন করে থাকে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রনালয়ের এ সিদ্দান্তকে স্বাগত জানাই বিভিন্ন শিক্ষক।
জিয়াউর রহমান নামে এক শিক্ষক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিযেছে। মোস্তাক আহমেদ জানিয়েছে এটা বড় ও বাস্তব সিদ্ধান্ত।