প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবি

স্টাফ রিপোর্টার ॥ ২০1440846878১০ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্যানেলভুক্ত ২৬ হাজার প্রার্থীকে এখনো নিয়োগ দেয়া হয়নি। বিষয়টিকে অমানবিক ও অনৈতিক আখ্যা দিয়ে অবিলম্বে তাদের নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইমারি প্যানেল শিক্ষক ফোরাম।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ফোরামটি এ দাবি জানায়। মানববন্ধনে বাংলাদেশ প্যানেল শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ২০১০ সালে একযোগে ৬১ জেলায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। যেখানে উত্তীর্ণ হন ৪২ হাজার ৬১১ জন প্রার্থী। কিন্তু মেধাক্রম না মেনে মাত্র ১৬ হাজার প্রার্থীকে নিয়োগ দেয়া হয়। যা অনৈতিক এবং অমানবিক। তাই অবিলম্বে বাকি প্যানেলভুক্তদের নিয়োগ দিতে হবে। এসময় অন্যদের মধ্যে ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।