প্রাথমিকে পাঠদান ১০টায়!

ডেস্ক
নিজস্ব প্রতিবেদক,৩ ফেরুয়ারী:
প্রাথমিকের সময়সূচি নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বেশিরভাগ শিক্ষকের মতে প্রাথমিকে পাঠদান সকাল ১০টায় শুরু হলে সেটা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই ফলপ্রসূ হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে মো. সেলিম নামে একজন প্রাথমিকের পাঠদান ১০টায় শুরু করার দাবি জানিয়ে একটি পোস্ট করেছেন। বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

তিনি লিখেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রাথমিকের ক্লাস ১০টায় শুরু করা সময়ের দাবি। তার সেই স্ট্যাটাসটি দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে প্রাথমিকের সময়সূ‌চি নি‌য়ে ফেসবুকে একটি পোস্ট করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন।

তিনি লেখেন, দেশের প্রত্যেকটি স্কুলে এক শিফট হবে। এক শিফট চালু করার জন্য প্রত্যেকটি স্কুলে ছয়জন শিক্ষক নিয়োগ এবং আটটি ক্লাসরুম তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি আগামী তিন বছরের মধ্যে এটি কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২০ শিক্ষাবর্ষে এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ও দুই শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

তবে, প্রতি বৃহস্পতিবার এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২ টা ২৫ মিনিট পর্যন্ত ও দুই শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত হয়।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।