প্রাথমিকে এমসিকিউ বাদ দিতে সংসদীয় কমিটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক |

প্রাথমিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)বাদ দিয়ে পূর্বের মত পুরোটাই লিখিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্র দৈনিকশিক্ষাকে জানিয়েছে।

বৈঠকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নফাঁস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে কমিটির সদস্যরা বলেন, এমসিকিউ প্রশ্নপদ্ধতির কারণে শিক্ষার্থীরা থেকে শুরু করে অভিভাবকেরা প্রশ্নফাঁসের দিকে বেশি ঝুঁকেছেন। এছাড়া এই পদ্ধতি শিক্ষার প্রকৃত মান অনেকক্ষেত্রে যাচাই করা সম্ভব হয় না। এমসিকিউ এর উত্তর দিতে কম সময় লাগে বিধায় অনেক সময় পরীক্ষা হলে দায়িত্ব পালনকারী শিক্ষকেরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। যার কারণে জিপিএ-৫ এর সংখ্যাসহ পাসের হার বাড়লেও শিক্ষার মান বাড়ছে না। ফলে অনেক গোল্ডেন পেয়েও ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাও উত্তীর্ণ হতে পারছে না। এসব সর্বিক বিবেচনা করে এমসিকিউ বাদ দিয়ে পূর্বের মত পুরোটাই লিখিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য উম্মে রাজিয়া কাজল বলেন, সার্বিকভাবে আমাদের শিক্ষার পাসের হার বাড়ছে কিন্তু এই অনুযায়ী শিক্ষার মান বাড়ছে না। আমরা মনে করি এমসিকিউ এর কারণেই মান কিছুটা কমে গেছে। এজন্য আমরা এমসিকিউ বাদ দিয়ে আগের পদ্ধতিতে ফিরে যাওয়ার সুপারিশ করেছি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।