প্রাথমিকে উপবৃত্তি বন্ধের তথ্য সঠিক নয়: অধিদপ্তর

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দুই বছর উপবৃত্তির টাকা পাবেন না- ফেসবুকে ছড়িয়ে পড়া এমন তথ্য ভুয়া বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগম।

গতকাল রোববার দৈনিক শিক্ষা বার্তাকে তিনি বলেন, এমন তথ্য ভুয়া ও ভিত্তিহীন। কে বা কারা এটা ছড়িয়েছে জানি না। বর্তমান সরকার বরং উপবৃত্তির হার আরো বাড়াতে চায়। তাই দুই বছর বৃত্তি বন্ধ রাখার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানরা অন্য স্কুলে পড়লেই বদলি- এমন একটি তথ্যও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এটিও ভুল।

ড. নাছিমা দৈনিক শিক্ষা বার্তাকে বলেন, অধিদপ্তরের মহাপরিচালক স্যার এমন কোনো কথাই বলেননি। স্যার শিক্ষকদের উদ্দেশে বলেছেন, আপনার স্কুলে আপনার বাচ্চা পড়বে।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, স্যার বলেছেন আপনি শিক্ষক, আপনার স্কুলে যদি অপনার বাচ্চা না পড়ে, তাকে কিন্ডারগার্টেনে দেন তাহলে অন্য বাচ্চারা আপনার স্কুলে আসবে কেনো?

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।