নিজস্ব প্রতিবেদক,২৫ অক্টোবর ২০২১ঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নিশ্চিত করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
আরো খবরঃ যশোর শিক্ষাবোর্ডের আরও আড়াই কোটি টাকা লোপাট
সোমবার (২৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়, প্রায়শই দেখা যায় হিসাবরক্ষণ অফিস যথাসময়ে প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ না হওয়ার কারণে বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ধরনের কার্যক্রম মোটেও গ্রহণযোগ্য নয়।
অফিস আদেশে জেলা শিক্ষা অফিসারদের নিজ নিজ জেলায় কতটি কেস আছে তার তথ্য আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়।
নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার নাম, প্রধান শিক্ষকের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হয়নি এমন কেসের সংখ্যা পাঠাতে বলা হয়।