দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুনাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের গত ৬/১১/২০১৯ এ ৬৬৬ স্বারকে প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫ এর উপঅনুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।
এ অবস্থায় ২.১০ অনুযায়ী এডহক কমিটি গঠনের প্রয়োজনয়ি ব্যবস্থা গ্রহণের অনুরোধ কা হলো।
আরে পড়ুন: প্রাথমিক বিদ্যলয়ে নতুন শপথ পাঠের নির্দেশ