নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণ বিষয়ে জেলা/উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের প্রতি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর নির্দেশনামূলক পত্রটি বুধবার সকালে স্বাক্ষর হয়েছে। তাতে বলা হয়েছেগত ২৭/১১/২০১৪ইং তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন অধি শাখার স্মারক নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৫.১২-২৮০ মূলে বর্ণিত প্রধান শিক্ষকগণের উন্নীত পদমর্যাদায় (২য় শ্রেণী)’র অর্থ মন্ত্রনালয়ের সুস্পষ্ট নির্দেশনা ব্যতিত ঘোষিত বেতন স্কেলে বেতন নির্ধারণের সুযোগ নেই। শিক্ষকদের বেতন নিম্নধাপে করার জন্য বলা হয়েছে। ফলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবী করচপনডিং স্কেল আপাতত হচ্ছে না। তবে ২য় শ্রেণির মর্যাদাপ্রাপ্ত প্রধান শিক্ষকগন ৪বছর পর সিলেকশন গ্রেড, ৮ ও ১২ বছর পর টাইমস্কেল প্রাপ্ত হবেন।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির খুলনা বিভাগের আহবায়ক বলেন ৬ সেপ্টেম্বর চিঠি আবারো প্রমান করে আমরা গেজেটেড। কারন নন গেজেটেড হলে অবশ্যয় করচপনডিং স্কেল দেওয়ার জন্য পরামর্শ দিত।