প্রাচীর পাশে মাহি-সাইমন, নিরাপদে সুবর্ণা মুস্তাফা

Image

এমন একটি সময়, যেখানে বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগ প্রসঙ্গে প্রকাশ্যে পক্ষে পাওয়া দুরূহ। সেই সময়ে, ঘোষণা দিয়ে অনেকটা একাই যেন লড়াইয়ের মাঠে নেমেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করতে গেলে রোকেয়া প্রাচীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন।

অভিনেত্রীর এমন বিপদে খুব বেশি শিল্পী-কুশলী যে পাশে দাঁড়িয়েছেন কিংবা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন তা কিন্তু নয়। তবে যে ক’জনকে এর প্রতিবাদ করতে দেখা গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। তারা দু’জন প্রায় একই সময়ে সিনেমায় পা রাখেন জাজ মাল্টি মিডিয়ার মাধ্যমে।

আরো পড়ুন: ধানমন্ডির ৩২-এ রোকেয়া প্রাচীর ওপর হামলা

রোকেয়া প্রাচীর আহত হওয়া খবর পেয়ে ১৪ আগস্ট রাত ৯টার দিকে ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আধাঘণ্টা পর একই মাধ্যমে মাহিয়া মাহি লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’

১৪ আগস্ট সন্ধ্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে (১৫ আগস্ট) তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ৩২ নম্বরের ধ্বংস হওয়া বাড়ির সামনে আয়োজন করছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামানসহ কয়েকজন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়াও হন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে চারপাশ থেকে মারছিল আর বলছিল ১৭ বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাবো। আমি বারবার মাথায় আঘাত ঠেকাচ্ছিলাম। আমার প্রশ্ন, সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হলো!’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ‍যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।