আগামী বছর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সাপ্তাহিক ছুটি ছাড়া ৬০ দিন ছুটি পাবেন। এর মধ্যে ৩ দিন প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে ভোগ করতে হবে।
বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়।
এর আগে মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওই তালিকা অনুযায়ী মাধ্যমিক স্কুলে আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ৭৬ দিন ছুটির ঘোষণা আছে।