প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন ও তথ্য বিভ্রাট বলার পর তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংবাদে জনমনে উদ্বেগ ও সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতি অনুধাবন করে বুধবার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছেন। ফেসবুকে প্রাপ্ত প্রশ্ন বা সাজেশন এবং এ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র পুংখানুপুংখভাবে মিলিয়ে দেখা হয়। কোনো প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতির কারণে এ ধরনের ঘটনার উদ্ভব কিনা তাও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু সার্বিক পর্যালোচনা শেষে প্রতীয়মান হয় যে, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রশ্নের সাথে সমাপনী পরীক্ষায় সরবরাহকৃত প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই।
মন্ত্রণালয়লের এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।