ফরিদপুর:
ফরিদপুর সদরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমন শিকদার (১৭) ও সজীব প্রামাণিক (১৭)।
ইউএনও পূরবী শিক্ষাবার্তাকে বলেন, আটকদের থানায় পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশ।
এর আগে, প্রশ্ন সরবরাহের অভিযোগে লুৎফর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে বুধবার (৭ ফেব্রুয়ারি) আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ হোসেন ফারবি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল কুমার দে জানান, লুৎফরের মোবাইল ফোনে ইংরেজি দ্বিতীয়পত্রের একটি প্রশ্নপত্র পাওয়া যায় যা পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে গেছে।
পরে সরকারি বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব সতিন্দ্র নাথ ভৌমিক বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
লুৎফরকে আদালতেরর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি বিপুল।