নিজস্ব প্রতিবেদক,৭ ফেব্রুয়ারী:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে গঠিত খুলনা বিভাগীয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের এ বিভাগীয় কমিটি গঠন করা হয়। প্রধান শিক্ষক সমিতির সমন্বয়ক প্রধান শিক্ষক স্বরুপ দাসের সভাপতিত্বে ভার্চুয়াল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি, মো: জাহাঙ্গীর আলম , আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাসকে সাধারণ সম্পাদক ও আমদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিনুল ইসলাম তালিমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অনান্য সদস্যবৃন্দ
1| সভাপতি, মো: জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক প্রভাতী রেলওয়ে সপ্রাবি,খুলনা সদর,খুলনা।
2|সিনিয়ার সহসভাপতি, শেখ আল- মামুন প্রশি উত্তর বারাকপুর সপ্রাবি,দিঘলিয়া, খুলনা।
3| সিনিয়ার সহসভাপতি,মোঃ রবিউল হক,প্রধান শিক্ষক,বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভেড়ামাড়া,কুষ্টিয়া।
4| সহসভাপতি, রকিবুস সালেহীন, প্রধানশিক্ষক,ইসলামপুর সপ্রাবি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ।
5| সাধারন সম্পাদক, স্বরুপ দাস,প্রধান শিক্ষক,আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,চুয়াডাঙ্গা।
6| সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক, জি এম হুমায়ূন কবির প্রধান শিক্ষক হাজেরা মেমোরিয়াল সপ্রাবি,খুলনা সদর,খুলনা ।
৭| সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক,মোঃ কুতুব উদ্দিন,প্রধান শিক্ষক,দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দামুড়হুদা।
৮| যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ সামাউল ইসলাম,প্রধান শিক্ষক,স্বরুপদা সরকারি প্রাথমিক বিদ্যালয়,যশোর।
৯| সাংগাঠনিক সম্পাদক, কাজী মতিনুল ইসলাম তালিম, প্রধান শিক্ষক, আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেহেরপুর সদর, মেহেরপুর।
১০| সহ সাংগাঠনিক সম্পাদক, আদিত্য কুমার সরকার,প্রধান শিক্ষক,নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাতক্ষীরা।
১১| মহিলা বিষয়ক সম্পাদক,আমাতুল হাফিজ,বাগেরহাট।
১২ |মিডিয়া সম্পাদক, লিপি আফরিন প্রশি প্রতিভাময়ী সপ্রাবি,দিঘলিয়া, খুলনা ।
১৩| অর্থ সম্পাদক, আব্দুল মোমিন,দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়,চুয়াডাঙ্গা সদর।
১৪| সহ অর্থ সম্পাদক,মোঃ জমির উদি্দন তালুকদার, প্রধান শিক্ষক, মোহাম্মদ নগর সপ্রাবি,খুলনা সদর,খুলনা|
১৫| নির্বাহী সদস্য (1) লক্সর মাহফুজ প্রশি,কয়রা খুলনা।
(2) সুলতানা রাজিয়া,প্রধান শিক্ষক,কালিগঞ্জ,ঝিনাইদাহ।
উল্লেখ্য এ কমিটি প্রধান শিক্ষকদের টাইমস্কেল,১০ম গ্রেড ও পদোন্নতি নিয়ে কাজ করবে।