নিজস্ব প্রতিবেদক,২৭ এপ্রিল: ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন (WFTU) এর এডমিনিষ্ট্রেটিভ কমিটির মিটিং যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় নেতা সাংগাঠনিক সম্পাদক খায়রুল ইসলাম।
শুক্রবার (২৮শে এপ্রিল) ভারতের চার দিনের সফরে উদ্দেশে রওয়ানা দেবেন । ভারতের উরিষ্যা রাজ্যের ভূবনেশ্বরে ৩০শে এপ্রিল বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের প্রশাসনিক কমিটির সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন শেষে তিনি কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন। সেখা্নে তিনি প্রধান শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সমিতির নেতা রঞ্জিত ভট্রাচে র্যের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষকদের বিভিন্ন সমস্যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করবেন।