ছাত্র আন্দোলনে বাধাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আরো পড়ুন: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ছাত্র আন্দোলনে বাধা, সরকারি চাকরিজীবী হয়েও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, অভিভাবকের কাছ থেকে টাকা নিয়েও ভর্তি না করাসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক এক মাসের সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন, একমাস পরে নিজেই অন্যত্র বদলি হয়ে যাবেন। কিন্তু সেটি না করে তিনি প্রথমে ছুটি এবং বর্তমানে পালাতক রয়েছেন।