ডেস্ক:
এবারের অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বইটির প্রথম মুদ্রণের সব কপি বিক্রি হয়ে গেছে। বুধবার মেলায় বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী এটি প্রকাশ করেছে। সংস্থাটির সত্ত্বাধিকারী ওসমান গণি বাসসকে জানান, মেলার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বইটি প্রকাশ পায়। শুরু থেকেই বইটির বিক্রি ছিল লক্ষণীয়। একুশের ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই বইটির প্রথম সংস্করণ বিক্রি শেষ হয়ে যায়। ফলে মেলায় আমরা দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছি।
বইটিতে প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ে লেখা মোট তেরটি প্রবন্ধ রয়েছে। এর ভূমিকা লিখেছেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রবন্ধগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে লেখা এ সব প্রবন্ধে এ দেশের মানুষের জীবন, তাদের আকাঙ্ক্ষা, প্রধানমন্ত্রীর আন্দোলন-সংগ্রাম, তার বিচক্ষণ রাজনীতি ও দেশের উন্নয়নে তার নানা কাজের বিপুল সমাহার ঘটেছে।
বইটির প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। এর মূল্য রাখা হচ্ছে ৩৫০ টাকা।