প্রথম ১০ দিনেই ই-রিটার্ন জমা প্রায় এক লাখ

আয়কর-শিক্ষাবার্তা

২০২৫-২৬ কর বছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালুর প্রথম ১০ দিনেই রিটার্নদাতার সংখ্যা ৯৬ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

এনবিআরের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট ই-রিটার্ন জমা শুরু হয় এবং ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখে। গতবার প্রথম ১০ দিনে রিটার্ন দিয়েছিলেন মাত্র ২০ হাজার ৫২৩ জন। বর্তমানে দেশে ১ কোটি ১২ লাখ টিআইএনধারীর মধ্যে প্রতিবছর গড়ে ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দেন।

এ বছর ৩ আগস্টের আদেশ অনুযায়ী, প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বা মৃত করদাতার প্রতিনিধি ছাড়া বাকি সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে রিটার্ন দিতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে অনুমতি সাপেক্ষে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে রসিদ ও আয়কর সনদ প্রিন্ট নিতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।