প্রথম রোজা শুক্রবার

Image

ডেস্ক,২২ মার্চ ২০২৩: আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ২৩ মার্চ বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। ২৪ মার্চ শুক্রবার থেকে হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আর ১৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

দেশবাসীকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।