তানিয়া আলম তন্বী : এবার প্রথমবারের মতো সরকারের উচ্চ পদে নারীকে নিয়োগ দিলো ইসলামপন্থী দেশ সৌদি আরব। এর আগে দেশটির ৮৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কিং ফাহাদ স্টেডিয়ামে পুরুষের সঙ্গে প্রবেশাধিকার, অপেরাতে অংশগ্রহণ ও গাড়ি চালানোর অনুমতি পেয়েছে সৌদির নারীরা। এবার সরকারের উচ্চপদস্থ পদে নিয়োগ পেল এক নারী।
স্থানীয় সময় বুধবার সরকার কর্তৃপক্ষ নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলে দেশটিকে আরো উন্নতির পথে নেওয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। যে কারণে প্রচুর সমালোচনার মুখে ছিল দেশটি। তবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর অনেক প্রশংসাও পাচ্ছে।
বাদশাহ সালমানের নারীদের গাড়ি চালানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সৌদি নারী ইমান আল-ঘামিদিকে আল-খুবারের গভর্নরের সহকারী মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের একটি বিবৃতিতে বলা হয়, ২০৩০ সালের উন্নত পরিকল্পনার জন্য দেশের উন্নতিতে নারীদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। ভয়েস অব আমেরিকা