বাংলা নিউজ:
শিক্ষার্থীদের পরীক্ষার্থী হিসেবে নয়, প্রকৃত শিক্ষার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলে আয়েজিত ‘শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা নিজেদের পরীক্ষার্থী ভেবে না, শিক্ষার্থী ভেবো’। যদি নিজেদের পরীক্ষার্থী ভাবলে তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যহত হবে। আগামী প্রজন্মকে আমরা পরীক্ষার্থী হিসেবে নয়, শিক্ষার্থী হিসেবে দেখতে চাই।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমরা পড়াশোনা করছো, জীবিকার জন্য না জীবনের জন্য? এসময় শিক্ষার্থীরা উত্তরে বলেন জীবনের জন্য। তাহলে জীবনকে সুন্দর করতে প্রকৃত শিক্ষার্থী হও।