পুলিশ ভেরিফিকেশন শেষে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

চতুর্থ গণবিজ্ঞপ্তি:

নিজস্ব প্রতিবেদক,২৭ অক্টোবর ২০২১ঃ

পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হবে। বিষয়টির সাথে একাধিক মন্ত্রণালয় জড়িত থাকায় ভেরিফিকেশন শেষ হওয়ার আগে চূড়ান্ত নিয়োগপত্র দেয়ার সুযোগ নেই।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরো খবরঃ প্রশ্নে গড়মিল, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর সাত কলেজের পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষা নিয়ে ডা. দীপু মনি বলেন, আগামী ১৪ নিভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আমরা ডিসেম্বরেই ফল প্রকাশের চেষ্টা করবো।

তিনি বলেন, এবার ৯টি সাধারণ বোর্ড, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।