ডেস্ক,৩ মার্চ ২০২৩: বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সারাদেশে বিভিন্ন জেলায় চলছে বাছাই প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রলোভনে পড়ে প্রতারকদের খপ্পরে না পড়ার জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে।
শুক্রবার (০৩ মার্চ) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদ্রে বার্তায় বিষয়টি জানানো হয়।
আরো পড়ুন: ট্রেনের টিকিট অনলাইনে ফেরত দেবেন যেভাবে
তাতে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। তাতে সারাদেশে বিভিন্ন জেলায় কোটা ও পদ সংখ্যা অনুযায়ী কনস্টেবল পদে সদস্য নিয়োগ হবে। এই নিয়োগে প্রলোভনে পড়ে কারও সাথে অর্থ বিনিময় ও প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সারাদেশে গত মাস থেকে শুরু হয়েছে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। এখনো চলছে বলে জানা গেছে।
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে সাতটি ধাপ অতিক্রম করে নিয়োগ পান চাকরি প্রার্থীরা। প্রথম ধাপে প্রিলিমিনারী স্ক্রিনিং, শারীরিক ও ফিজিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভূক্তকরণ।
এর আগে, ২০২২ সালের ২ ডিসেম্বর শুরু হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন। চলে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এবার ৫ হাজার ৫০০ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে পুরুষ পদে ৪ হাজার ৬৭৫ জন এবং নারী পদে ৮২৫ জন।