চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে প্রায় ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
উদ্ধার হওয়া সেই হরিণের মাংস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখা হয়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি বলেন, শহর থেকে বন বিভাগের কর্মকর্তারা এসে মাংসগুলোর সঙ্গে বালি-মাটি মিশিয়ে মাটিতে পুঁতে ফেলেছে।