ডেস্ক,১৩ নভেম্বর ২০২২: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেট অবরোধ করে এগারোতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ প্রার্থীরা। ৬ দাবি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে পিএসসির গেটে বিক্ষোভ কর্মসূচিসহ অবস্থানের পর আজ রবিবার সকালে ফের উপস্থিত হন আন্দোলনকারীরা।
কর্মসূচি শেষে চাকরিপ্রার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিএসসির সামনে টানা এগারোতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা। ‘পূর্বের নিয়মে নন-ক্যাডার নিয়োগ চাই’ দাবি লেখা সম্বলিত ‘টি শার্ট’ পরে প্রার্থীরা এদিন প্রতিবাদ জানায়। ১২টার পর প্রার্থীরা মিছিল নিয়ে এসে পিএসসির সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, এদিন অফিস শেষে পিএসসির চেয়ারম্যান মহোদয় বের হওয়ার সময় প্রার্থীরা আজও স্লোগানে স্লোগানে তাদের বক্তব্য তুলে ধরে তবুও পিএসসি চেয়ারম্যান কোনো কর্ণপাত না করে পুলিশ প্রটেকশনে বের হয়ে যান।