আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ ঝড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে ২২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর স্বাভাবিক।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে পার্বতীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এ অবস্থার সৃষ্টি হয়।
পার্বতীপুর পিডিবির আবাসিক প্রকৌশলী ইউনুস আলী মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিনিধিকে জানান, সোমবার রাতে বয়ে যাওয়া ঝড়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পার্বতীপুর উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের ১০টি পোল (খুঁটি) পড়ে যায়। এছাড়া কিছু এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফলে রাত ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাইন মেরামতের কাজ চলছে ।