পার্বতীপুর প্রতিনিধি॥ সরকারী কড়াকড়ি চাপ থাকা সত্বেও পার্বতীপুরের মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও পূর্নাঙ্গ ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আসনি। সূত্র মতে পার্বতীপুরে সরকারী, বেসরকারী কারিগরি, বি এম স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা রয়েছে মোট ১২৬ টি। এরমধ্যে কলেজ ১৭ , মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৭০ ও দাখিল,ফাজিল ,কামিল মাদ্রাসা রয়েছে ৩৯ টি।
সরেজমিনে খোঁজ-খবর নিয়ে জানা গেছে প্রতিষ্ঠানের এম পিও বাতিল , বেতনবন্ধ ভীতি মাথায় নিয়ে এসব প্রতিষ্ঠান ওয়েবসাইট খুলতে হাবুডুবু খাচ্ছেন। তারমধ্যে আদর্শ ডিগ্রি কলেজ, ভবানীপুর কামিল মার্স্টাস মাদ্রাসা ও খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এই কার্যক্রমের অগ্রগতি লক্ষ্য করা গেছে। এব্যাপারে আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার জানান, বিটিসিএল এর কাছ থেকে লাইসেন্স সহ আনুসাঙ্গিক অনান্য খরচ বাবদ তার প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে ২৫ হাজার টাকার মত। অনান্য অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পরিমান টাকা জোগাড় করতে না পেরে ওয়েবসাইট খুলতে হিমসিম খাচ্ছেন ।
যোগাযোগ করলে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন মঙ্গবার দুপুর ১২টায় জানান, উপজেলা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া ছাড়াও নিজেই বিষয়টি মনিটরিং করছেন। অতি অল্প সময়ের মধ্যে এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ন ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আনা সম্ভব হবে।