পাবিপ্রবির আর্কিটেকচার স্টুডেন্ট এসোসিয়েশন এর নেতৃত্বে তানজির-রাশিদুল

Image

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আর্কিটেকচার স্টুডেন্ট এসোসিয়েশন (ASAP) এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 
আজ (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদিত হয়। সংগঠনটি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ এবং সহশিক্ষা কার্যক্রমে তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ তানজির আহমেদ, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশিদুল আলম সরকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সিরাজ মঞ্জিরুল আহমেদ, কোষাধ্যক্ষ এইচ এম রিদয় আলম উল্লাস, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অফিস সচিব মো. আশরাফুল হক, প্রচার সম্পাদক সাদিত আলম এবং নির্বাহী সদস্য হিসেবে তামিম আহমেদ (নির্বাহী সদস্য-১) ও আবদুল্লাহ তৈয়ব (নির্বাহী সদস্য-২)।
সভাপতি শরীফ তানজির আহমেদ বলেন, স্থাপত্য বিভাগ একটি পরিবার, এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই পরিবারের সদস্য। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাবিপ্রবি স্থাপত্য বিভাগ তার বর্তমান সংকট কাটিয়ে অদূর ভবিষ্যতে দেশের স্থাপত্যশিল্পে অনন্য অবদান রাখবে।
সাধারণ সম্পাদক মো. রাশিদুল আলম সরকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা একসাথে কাজ করে আমাদের বিভাগকে আরও উন্নত করব এবং স্থাপত্যের ভবিষ্যৎ গড়ব। ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে একটি সজীব স্থাপত্য বিভাগ গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। পাশাপাশি শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে একটি সেতুবন্ধন তৈরি করব।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।