ডেস্ক,১৩ নভেম্বর ২০২২:
১৯৯২ সালের পুনরাবৃত্তি ঘটলো না। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিলো ইংল্যান্ড। পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে টপকে যায় জস বাটলারের দল।
অল্প রানের পুঁজি নিয়েও লড়াই করছে পাকিস্তান। ৪৫ রানে ইংল্যান্ডের টপ থ্রি ব্যাটসম্যান অ্যালেক্স হেলস (১) ফিল সল্ট (১০) ও জস বাটলারকে (২৬) তুলে নেন শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফ।
এরপর বেন স্টোকসকে নিয়ে জুটি গড়ে চাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন হ্যারি ব্রুক।
দলীয় ৮৪ রানে ব্রুককে (২০) সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ফের ম্যাচে ফেরান শাদাব খান।
তবে পঞ্চম উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেন বেন স্টোকস ও মঈন আলী। ১৩ বলে তিন চারে ১৯ রান করে আউট হন মঈন।
৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন বেন স্টোকস।