পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সেনাবাহিনী সরকার ও সংবিধান বাতিল করে অভ্যুত্থান ঘটানোর দাবি করেছে সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানান।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করেছে এবং এই অংশটি প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছিল। তাদেরকে নিস্ক্রিয় করা হয়েছে।
রোববার সকালে গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল। সেনাবাহিনীর একটি এলিট ইউনিট সাবেক ফরাসি স্বেচ্ছাসেবক সেনাদলে থাকা মামাদি ডোম্বুয়ার নেতৃত্বে অভ্যুত্থানের চেষ্টা করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট আলফা কন্ডেকে একটি কক্ষে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা ঘিরে রেখেছে।