পলিটেকনিকে ১ম অপেক্ষমাণ তালিকা প্রকাশ

1467467137905নিজস্ব প্রতিবেদক : চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য শনিবার ১৩ হাজার ১৬৪ জনের প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।এর আগে ৩০ জুন পর্যন্ত দেশের মোট ১১৪টি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিফটে মেধাতালিকা থেকে ৪২ হাজার ৯৩৭ জন ভর্তি হয়েছে।

প্রথম অপেক্ষমান মেধা তালিকার শিক্ষার্থীরা আজ থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি হতে পারবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সব তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর ১১৪টি কারিগরি প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা ৫৭ হাজার ৭৮০টি। পাঁচটি ধাপে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ২য় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে ১০ জুলাই।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।