পরীক্ষা না হলেও সার্টিফিকেট পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা

Image

পরীক্ষা না হলেও বোর্ড থেকে সার্টিফিকেট পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার প্রতিবেদককে বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম ফিলাপ করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এই ফরম ফিলাপের পর বছর শেষে তাদের সনদ দেওয়া হবে। তবে সনদে কোন ডিভিশন/শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না। তারা উত্তীর্ণ হয়েছে, শুধু এটাই সনদে লেখা থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।