পরীক্ষা কার্যক্রমে নিষিদ্ধ হয়েও থাকছেন শিক্ষক নিয়োগ বোর্ডে!

Image

নিজস্ব প্রতিবেদক,১২ মে ২০২৩: পরীক্ষার ফলে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বহিষ্কৃত হয়েও শিক্ষক নিয়োগ বোর্ডে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক!

বহিষ্কৃত ওই শিক্ষক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন। গত বছরের ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বহিষ্কার হন তিনি।

সম্প্রতি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে লেকচারার পদে দুজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী ১৭ মে এ নিয়োগের ভাইভা অনুষ্ঠিত হবে। নিয়োগ বোর্ডে চেয়ারম্যান ক্যাটাগরিতে থাকার কথা রয়েছে অধ্যাপক বাহাউদ্দীনের। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা), কলা অনুষদের ডিন এবং বিভাগের আরও দুজন শিক্ষক নিয়োগ বোর্ডে থাকবেন।
এদিকে, যেসব শিক্ষার্থীর ফলে অনিয়ম করা হয়েছে তাদের মধ্যেও কয়েকজন প্রার্থী হিসেবে ভাইভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভাইভা বোর্ডেও অনিয়মের আশঙ্কা করছেন তারা। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।