মেয়েকে পরীক্ষাকেন্দ্রে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন মা শামীম আরা বেগম। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরে পরীক্ষা শেষ করে মেয়ে বাইরে বের হয়ে শোনেন, প্রিয় মা আর নেই। চলে গেছেন না ফেরার দেশে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম আরা বেগম মেয়েকে পরীক্ষার হলে রেখে হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশপাশের মানুষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন। আজ মেয়ে আরোয়া তাবাসসুমকে নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন। পরে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে তাদের স্থায়ী ঠিকানা জানা যায়নি।