বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসে আংশিক পরিবর্তন করে বাংলাদেশ বিষয়াবলি অংশে মুক্তিযুদ্ধ এবং পটভূমির নম্বর আলাদা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ বিষয়াবলিতে ২০০ নম্বরের পরীক্ষায় মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি অংশে নির্দিষ্টভাবে ৫০ নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে।
লিখিত পরীক্ষার মানবন্টন-
সাধারণ ক্যাডারের জন্য মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা প্রথমপত্র (১০০), বাংলা দ্বিতীয়পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর রয়েছে।