মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে(পবিপ্রবি) সোমবার কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা সড়ক ও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত¡র ও বিশ^বিদ্যালয়ের ১ম গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা ৩০মিনিট থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত চলে ওই কর্মসূচী।
এ সময় শিক্ষার্থীরা দাবি তোলেন কোটা ব্যবস্থা সংক্ষার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা করতে হবে এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোকে মেধায় নিয়োগ দিতে হবে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশাল-বাউফল সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধার সৃষ্টি করে। পরে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের কথা বললে পুলিশ তা মেনে নেয়।
ফলে ক্যাম্পাসে এক ঘন্টা এবং সড়কে একঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।