নিজস্ব প্রতিবেদক, ১৫ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার সন্ধ্যার পর আনুষ্ঠানিক পদত্যাগ করে নগর ভবন থেকে বেরিয়ে যান তিনি। এদিন দিনভর নানা দাপ্তরিক কাজ ও সভা সম্পাদনা করেন তিনি।
আইভীর পিএস আবুল হোসেন জানান, পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন তিনি।
তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে দ্বিতীয় দফায় গত ২০১৬ সালের ডিসেম্বরে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন।
এর আগে ২০১১ সালের নির্বাচনে শামীম ওসমানকে পরাজিত করে বিজয়ী হন ডা. সেলিনা হায়াত আইভী।
এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।