পঞ্চম শ্রেণি- বাংলাদেশ ও বিশ্বপরিচয় – আমাদের মুক্তিযুদ্ধ

শিক্ষাবার্তা

১। মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো?

উত্তর : অন্যের অধীন থেকে নিজেকে বা দেশকে মুক্ত করার জন্য যে যুদ্ধ করা হয় তাকে মুক্তিযুদ্ধ বলে।

২। কত সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।

৩। ব্রিটিশরা কত সালে এই উপমহাদেশ থেকে চলে যায়?

উত্তর : ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে চলে যায়।

৪। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।

৫। মুজিবনগর সরকার কখন শপথগ্রহণ করে?

উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথগ্রহণ করে।

৬। ভাষা আন্দোলন হয় কখন?

উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।

৭। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা।

৮। জাতীয় চার নেতার নাম লেখো।

উত্তর : জাতীয় চার নেতার নাম হলো—

ক) সৈয়দ নজরুল ইসলাম খ) তাজউদ্দীন আহমদ

গ) ক্যাপ্টেন এম মনসুর আলী

ঘ) এ এইচ এম কামারুজ্জামান

৯। মুজিবনগর সরকারের অন্যতম প্রধান কাজ কী ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করা ছিল মুজিবনগর সরকারের অন্যতম প্রধান কাজ।

১০। কখন মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়?

উত্তর : ‘মুজিবনগর সরকার’ গঠন করার পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।

১১। ছয় দফা আন্দোলন হয় কখন?

উত্তর : ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন হয়।

১২। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : তাজউদ্দীন আহমদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী।

১৩। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

১৪। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি।

১৫। কত সালে গণ-অভ্যুত্থান হয়?

উত্তর : ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান হয়।

১৬। কখন মুক্তিবাহিনী গঠন করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।

১৭। কোন রাতকে ‘কাল রাত’ বলা হয়?

উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে ‘কাল রাত’ বলা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।