নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস (৪২) কে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং দোষীদের অনতিবিলম্বের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহবায়ক রিয়াজ পরেভেজ জানান, স্লিপ কার্যক্রমের ৩০ হাজার টাকা হাতিয়ে নিতে না পারায় কিছুদিন ধরে এসকল দুর্বৃত্ত বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস স্লিপ কার্যক্রমের (বিদ্যালয় মান উন্নয়ন পরিকল্পনা) ৩০ হাজার টাকা তাদের হাতে তুলে দিতে অপারগতা প্রকাশ করায় তাকে হত্যা করা হয়।
এ হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং দোষীদের অনতিবিলম্বের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনায় দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি দাবী জানিয়েছে, অন্যথায় সারা দেশে প্রধান শিক্ষকদেরকে নিয়ে দুর্বার আন্দোলন করার হুশীয়ারী করেন।