নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টোর কিপার পদের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিস্কার ও সাজা দেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “স্টোর কীপার ( গ্রেড-১৪) এর ৪২ টি শূন্য পদে নিয়োগের জন্য ১ ডিসেম্বর শুক্রবার ঢাকার ১৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। পরীক্ষায় মোট ৩১৯৪১ জন আবেদনকারির মধ্যে ১৫৫৬৫ জন অংশ নেয়।

বিভাগীয় নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসেম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫টি কেন্দ্রের ১০ জনকে বহিস্কার ও সাজা দেয়া হয়। এদের মধ্যে ৬জনকে অসদাচরণের জন্য পরীক্ষা চলাকালিন পরিদর্শক তাৎক্ষনিক বহিস্কার করেন। এদেরকে পুলিশ হেফাজতে রেখে পরীক্ষার পর ছেড়ে দেয়া হয়। অপর ৪ জনের মধ্যে ৩জনকে ইলেক্ট্রনিক ডিভাইজসহ এবং ১ জনকে বদলী পরীক্ষার্থী হিসেবে হাতেনাতে ধরে পরীক্ষা চলাকালে পুলিশ হেফাজতে রাখা হয়। পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন। এই ৪ জন হচ্ছে; ঝিনাইদহ জেলার রমেশ রায়ের ছেলে রাজকুমার, টাঙ্গাইল জেলার ঘাটাইলের মেজবাহ উদ্দিনের ছেলে মো. শৈকত হাসান, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং নওগাঁ জেলার মান্দা এলাকার যুগল কুমার।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।