নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টোর কিপার পদের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিস্কার ও সাজা দেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “স্টোর কীপার ( গ্রেড-১৪) এর ৪২ টি শূন্য পদে নিয়োগের জন্য ১ ডিসেম্বর শুক্রবার ঢাকার ১৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। পরীক্ষায় মোট ৩১৯৪১ জন আবেদনকারির মধ্যে ১৫৫৬৫ জন অংশ নেয়।
বিভাগীয় নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসেম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫টি কেন্দ্রের ১০ জনকে বহিস্কার ও সাজা দেয়া হয়। এদের মধ্যে ৬জনকে অসদাচরণের জন্য পরীক্ষা চলাকালিন পরিদর্শক তাৎক্ষনিক বহিস্কার করেন। এদেরকে পুলিশ হেফাজতে রেখে পরীক্ষার পর ছেড়ে দেয়া হয়। অপর ৪ জনের মধ্যে ৩জনকে ইলেক্ট্রনিক ডিভাইজসহ এবং ১ জনকে বদলী পরীক্ষার্থী হিসেবে হাতেনাতে ধরে পরীক্ষা চলাকালে পুলিশ হেফাজতে রাখা হয়। পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন। এই ৪ জন হচ্ছে; ঝিনাইদহ জেলার রমেশ রায়ের ছেলে রাজকুমার, টাঙ্গাইল জেলার ঘাটাইলের মেজবাহ উদ্দিনের ছেলে মো. শৈকত হাসান, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং নওগাঁ জেলার মান্দা এলাকার যুগল কুমার।