নিজস্ব প্রতিবেদক,১৯ নভেম্বর ২০২২:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফের ২য়ধাপে প্রাথমিকের বদলির আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে কেবল উপজেলার ভেতরে সুযোগ পেলেও এবার স্বামী বা স্ত্রীর কর্মস্থলে এবং উপজেলা বা জেলায় বদলির সুযোগ পাবেন তারা। চলতি নভেম্বর মাসেই সে সুযোগ দেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুনঃ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেওয়া হবে না, রুল হাইকোর্টের
সম্প্রতি প্রথমবারের মত অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন নেয়ার আদেশ জারি করা হয়। এর মাধ্যমে তিন বছর বন্ধ থাকার পর তাদের বদলির সুযোগ তৈরি হয়। কিন্তু, প্রথম দফায় কেবল উপজেলার ভেতর বদলির আবেদন করার সুযোগ দেয়া হয়েছিলো।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত শিক্ষাবার্তাকে বলেন, আমরা আবারও শিক্ষকদের বদলির আবেদন নেয়ার বিষয়টি ভাবছি। এক্ষেত্রে উপজেলার বাইরে শিক্ষকদের বদলির আবেদনের সুযোগ দেয়া হতে পারে। এছাড়া স্বামী ও স্ত্রীর কর্মস্থলেও শিক্ষকদের বদলির সুযোগ দেয়া হবে।
কবে থেকে শিক্ষকদের ফের বদলির আবেদনের সুযোগ দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, চলতি মাসেই শিক্ষকরা ফের বদলির আবেদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রথম দফায় শিক্ষকদের বদলির আদেশে কিছু অসঙ্গতি ছিলো। সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। শিক্ষকরা শিগগিরই বদলির আবেদনের সুযোগ পাবেন।