নন-ক্যাডারে সাড়ে চার হাজার প্রার্থীর নিয়োগে আইনি বাধা কাটলো

Image

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে। তবে এই প্রায় সাড়ে চার হাজার জনের নিয়োগের নির্দেশ দিলেও স্থানীর সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। সংশ্লিষ্ট এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ সোমবার (২১ আগস্ট) এ আদেশ দেয়।

আবেদনের ওপর শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এলজিইডির পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, সঙ্গে ছিলেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

আরো পড়ুন: ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে

আদালত থেকে বের হওয়ার পর রাগিব রউফ চৌধুরী বলেন, ৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। কিন্তু তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডির আপিল করলে চেম্বার আদালত সেখানে স্থিতাবস্থা জারি করে। চেম্বার আদালতের এ আদেশের ফলে ৪৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যায়।

যে কারণে এলজিইডির বাইরে অন্যান্য বিভাগের ২২৫ জন আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল আদালত চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধু ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছে। ফলে বাকী ৪ হাজার ৩২২ পদে নিয়োগে আর কোনো আইনি বাধা রইলো না।

উল্লেখ্য, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সংশোধিত বিধিমালা অনুসারে বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগ কার্যক্রম হয়ে আসছিল। তবে ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে এসে এ বিধিমালা ফের সংশোধনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। যার কারণে গত বছরের নভেম্বরে ৪০তম বিসিএসের ক্যাডার পদে গেজেট হলেও নন-ক্যাডার পদের নিয়োগ দেয়া যায়নি। এ নিয়ে আন্দোলনও করেন অপেক্ষমাণ প্রার্থীরা। তাদের দাবি উপেক্ষা করে গত ১৪ জুন নতুন নিয়োগবিধি গেজেট আকারে প্রকাশ পায়। এই বিধি অনুযায়ী ১৯ জুন ৪ হাজার ৪৭৮ নন-ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

ওই বিজ্ঞপ্তি অনুসারে, ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নন -ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে ১৫৬ জনকে নেয়ার কথা বলা হয়। ফলে এ পদে নিয়োগ পেতে আবেদন করেন প্রার্থীরা। কার্যক্রম চলাকালীন হঠাৎ সহকারী প্রকৌশলী পদ বাতিল করে এলজিইডি অধিদপ্তর। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন ওই পদে নিয়োগপ্রত্যাশী ২২ প্রার্থী। এ রিটে আটকে যায় পুরো ৪০তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।