নতুন শিফট চালু করায় ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ

vnsশিফট বদলের দাবিতে রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী প্রধান ক্যাম্পাসের ১ নম্বর ফটকের বিপরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, বুধবার ছিল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ফলাফল প্রকাশের দিন। বেলা ১১টার দিকে ফল আনতে গিয়ে তারা জানতে পারেন, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখা এবং সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রথম বর্ষের সব শাখা ও দ্বিতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ক্লাস হবে।

এর পর থেকেই বিক্ষোভ শুরু করেন কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা যারা পড়াশোনা করছি, তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসি। এখন শিফট চেঞ্জ করার ফলে যাওয়া আসায় বেশ সমস্যা দেখা দেবে। এতে পড়াশোনার ক্ষতি হবে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

তবে নিরাপত্তার বিষয়টি নিয়েই শিক্ষার্থীরা বেশি শংকিত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।