নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Image

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) বেলা ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে অভিভাবক ও ছাত্র–ছাত্রীবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে।

অন্যদিকে তারা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। মেধা যাচাই–বাছাইয়ে পরীক্ষাও নেই। মূল্যায়নপদ্ধতিও ভালো নয়। সাংকেতিক চিহ্ন ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি সরকার হুট করে চাপিয়ে দিয়েছে। তাঁদের কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না। এভাবে তাঁরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিতে পারেন না। নতুন সরকারকে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আগের সৃজনশীল পদ্ধতির শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা হোক। নতুন সরকারের কাছে তাঁদের এ আহ্বান।

মানববন্ধনে আসা কয়েকজন শিক্ষার্থী বলে, তারা নতুন শিক্ষাক্রমের কিছুই বোঝে না। তাদের শিক্ষকেরাও বোঝেন না। তারা চায়, সবচেয়ে ভালো শিক্ষা কারিকুলাম। যেটা শিক্ষক–শিক্ষার্থী সবার জন্য ভালো হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।