নটরডেম কলেজের স্টাফ লিপিকা হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ২

Image

রাজধানীর নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২২ সেপ্টেম্বর) সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চুরিতে বাধা দেয়ায় লিপিকাকে হত্যা করে আসামিরা।

পিবিআই ডিআইজি (পশ্চিম) সাঈদুর রহমান জানান, ২০১৬ সাল থেকে নটরডেম কলেজে কাজ করে আসছিলেন লিপিকা। গত ১০ সেপ্টেম্বর অফিস শেষ করে বাসায় গিয়ে আর কাজে যোগ দেননি। বিষয়টি জানতে সূত্রাপুরে তার ভাড়া বাসায় গিয়ে কলেজের সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় সূত্রাপুর থানায় হত্যা মামলা হলে তদন্তে নামে পিবিআই।

তিনি বলেন, চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে জানতে পারে হত্যাকারী জুয়েল রানা ও তার সহযোগী নজরুল ইসলাম লিপিকাকে হত্যা করে।

পিবিআই আরও জানায়, পাশের বাসার ছাদ দিয়ে রশি বেয়ে প্রথমে ভেন্টিলেটর ভেঙে লিপিকার বাসায় প্রবেশ করে জুয়েল। পরে বন্ধু নজরুলকে ডেকে আনে সে। বিষয়টি লিপিকা টের ফেলে তাকে হত্যার পর বাসার জিনিসপত্র নিয়ে যায় আসামিরা। পরে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, সেটি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় আসামিরা।

Facebooktwitterredditpinterestlinkedin
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।