নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 ২নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

 ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোববার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিতে নেতৃত্ব দেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: রকিবুল হাসান সমন্বয়ক হিসেবে কাজ করেন।

র‌্যালি শেষে পরিবেশ বিষয়ে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, গ্রন্থাগারিক মো: ফজলুল কাদের চৌধুরী এবং উপ-
রেজিস্ট্রার ড. মো: হুমায়ুন কবীর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।